বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ২২:২৩

মতলব উত্তরে নবাগত ওসির সাথে ডা. আব্দুল মোবিনের সৌজন্য সাক্ষাৎ

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে নবাগত ওসির সাথে ডা. আব্দুল মোবিনের সৌজন্য সাক্ষাৎ

মতলব উত্তর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. আব্দুল মোবিন। বুধবার (১৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে মতলব উত্তর থানা প্রাঙ্গণে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের সময় ডা. আব্দুল মোবিন নবাগত ওসি কামরুল হাসানের নিকট মতলব উত্তরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা, স্থানীয় জনগণের প্রত্যাশা এবং জনসেবামুখী পুলিশিংয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ওসি কামরুল হাসান বলেন, তিনি সবসময় নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। আইন-শৃঙ্খলা বজায় রাখতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সর্বোচ্চ সতর্কতা এবং আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করবেন বলে জানান।

সাক্ষাৎকালে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সামাজিক অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং এবং স্থানীয় জনগণের সমস্যা-সমাধানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই মতলব উত্তরের উন্নয়ন, নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে পরস্পর সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে ডা. মোবিন নবাগত ওসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন।

সাক্ষাৎকালে মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার দেওয়ান, জামায়াতে ইসলামী নেতা ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদার, পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার, প্রচার সম্পাদক বাবুল প্রধান, আবদুল লতিফ লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়