রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ২১:৪৯

ফরিদগঞ্জে দাঁড়িপাল্লার ওয়ার্ড নির্বাচনী সমাবেশ

জামায়াত সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়

---মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি
জামায়াত সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চায়

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলার ১৪নং দক্ষিণ ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কার প্রচারণার ওয়ার্ড নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকেলে ১৪নং ইউনিয়ন ৫নং ওয়ার্ড দক্ষিণ চরবড়ালী প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড নির্বাচনী সমাবেশ আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ নেতৃত্ব ও আল্লাহর আইনের বাস্তবায়ন চাই। আমাদের দলীয় মন্ত্রীরা দায়িত্ব পালনকালে কোনো দুর্নীতিতে জড়িত ছিলেন না। আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজিমুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ ইউনুস হেলাল, সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন মাওলানা আবু হানিফ, হাবিবুল্লাহ ভূঁইয়া, আমীর হোসেন কামালসহ ১৪নং ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তিনি বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন আশা করেন। এছাড়া সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কাজে একত্রিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান। সেই সাথে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রত্যাশা করেন। সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়