মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:৩২

মতলবে অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধে পল্লী বিদ্যুতের নৈশ অভিযান

মতলবে অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধে পল্লী বিদ্যুতের নৈশ অভিযান
রেদওয়ান আহমেদ জাকির

মতলবে অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মতলব দক্ষিণ জোনাল অফিসের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেছেন।সোমবার (১৭ নভেম্বর ২০২৫) রাতে মতলবের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর জহির উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার দলিলুর রহমান, ইন্সপেক্টর মো. মেহেদী হাসানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ রোধকল্পে প্রতিদিন নৈশ অভিযান তাদের চলমান প্রক্রিয়া। কেউ যাতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার না করে এ জন্য তারা এ অভিযান পরিচালনা করেন। শীতকালে যাতে হুকিং করে বিভিন্ন খেলাধুলাসহ ইজিবাইক চার্জ করতে না পারে এজন্য তাদের এ অভিযান। মতলবের নবকলস, মুন্সিরহাট, মোবারকদি, উপাদি ও ভাঙ্গার পাড়সহ বিভিন্ন এলাকায় অটোচার্জিং স্টেশনসহ বিভিন্ন খামারের বিদ্যুৎ সংযোগ পরিদর্শন করেন। তারা গ্রাহকদেরকে নিরাপদ বিদ্যুৎ ব্যবহারের বিভিন্ন ধরনের পরামর্শ দেন। বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করার জন্য পরামর্শ দেন।

এ বিষয়ে মতলব দক্ষিণ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন বলেন, বিদ্যুৎ একটি জাতীয় সম্পদ। এটি রক্ষা করা সকলের দায়িত্ব। কেউ যাতে বিদ্যুতের অবৈধ ব্যবহার না করতে পারে এজন্য তাদের এটি চলমান প্রক্রিয়া। দেশের বিদ্যুৎ ব্যবস্থার সিস্টেম লস যাতে কমে যায় এজন্য সারাদেশের ন্যায় চাঁদপুরের মতলবে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়