শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১২:৩৪

ফরিদগঞ্জে গাছ ভেঙ্গে পড়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদগঞ্জে গাছ ভেঙ্গে পড়ে বৃদ্ধের মৃত্যু
প্রবীর চক্রবর্তী

ফরিদগঞ্জে রাতের আঁধারে গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙ্গে নিচে পড়ে আবিদুর রহমান আবু (৬৫) নামে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) সকালে লাশ উদ্ধার করেছে। ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন টেলু জানান, শুক্রবার ভোরে ফজরের নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফেরার পথে চরপাড়া গ্রামের বেপারী বাড়ি ও মালি বাড়ি সংলগ্ন শ্মশান বাগানে সুপারি গাছের নিচে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে কাছে গিয়ে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। মৃত আবিদুর রহমান আবু’র লাশের অবস্থান দেখে ধারণা করা হচ্ছে, সুপারি পাড়তে গিয়ে সুপারি গাছ ভেঙ্গে তার মৃত্যু হয়েছে। লাশের পাশের সুপারি গাছটিও ভাঙ্গা দেখতে পাওয়া যায়। পরে থানা পুলিশকে সংবাদ দিলে তারা শুক্রবার সকালে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আবিদুর রহমান আবুর ভাতিজা জানায়, তার চাচার দুই ছেলে ও তিন মেয়ে। বড়ো ছেলে ৭/৮ বছর আগে মালয়েশিয়া যাওয়ার পর তার আর কোনো হদিস নেই। ছোট ছেলে ইমাম হোসেন চরপাড়া মাদ্রাসার হাফেজিয়া মাদ্রাসায় পড়ালেখা করছে। সে প্রতিবন্ধী। তার চাচা এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতো। তবে কেনো বা কী কারণে রাতের আঁধারে বাড়ির পাশের সুপারি গাছ থেকে সুপারি পাড়তে গেলেন তা বোধগম্য নয়।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, আবিদুর রহমান আবু নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়