প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৯:৫৭
ঢালীরঘাটে মুসল্লিদের কাছে দোয়া চাইলেন মোমবাতি প্রতীকের প্রার্থী আহসান উল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ ঢালীরঘাট এলাকায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে মুসল্লিদের কাছে দোয়া চেয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) রাতে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নস্থ ঢালীরঘাট হাওলাদার বাড়ি মসজিদ মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি উপস্থিত মুসল্লি এবং এলাকাবাসীর কাছে দোয়া চান। এ সময় তিনি বলেন, ব্যক্তির পরিবর্তন নয়, আমাদের চরিত্র পাল্টাতে হবে। ক্ষমতার পালাবদল হয়, কিন্তু জাতির ভাগ্যের পরিবর্তন হয় না। তার কারণ হলো, আমাদের চরিত্রের পরিবর্তন ঘটাতে হবে। আমাদেরকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সুমহান আদর্শে চরিত্রবান হতে হবে।








