প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ২১:২৪
অধ্যাপক ড. আব্দুর রহিম খান পিপিএম-এর জন্মদিন পালন

‘শিক্ষার জন্যে এসো, সেবার জন্যে বেরিয়ে যাও’ এই বাণীকে ঘিরেই রয়েছে মানুষ মানুষের জন্যে। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মাহমুদা খানমের সভাপতিত্বে প্যাপিরাস পাঠাগারের কার্যালয়ে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুর রহিম খান পিপিএম-এর জন্মদিন পালন করেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখা। অধ্যাপক ড. আব্দুর রহিম খান পিপিএম সিলেট জেলায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর হাত ধরেই ২০০৯ সালে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন। বর্তমানে মহাসচিব হিসেবে আছেন শেখ রবিউল ইসলাম সোহেল।
চাঁদপুর জেলা শাখার সভাপতি বলেন, ‘মানবাধিকার জড়িয়ে আছে পরিবার থেকে সর্বত্র। এই অধিকার নিজ থেকে বাস্তবায়ন করাই প্রকৃত মানবাধিকার। একজন সচেতন মানুষ হিসেবে নিজের অধিকার বাস্তবায়ন করা অপরিহার্য। এই কাজের উদ্যোগ নিয়ে হাঁটি হাঁটি পা করে ১ যুগ অতিক্রম করে ১৬ বছরে পদার্পণ করেছে। বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুর রহিম খান পিপিএম মহোদয়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। অনুষ্ঠানে তাঁকে ‘আলোকিত মানুষ’ এবং ‘মানবতাবাদী সংগঠক’ হিসেবেও উল্লেখ করা হয়। তাঁর নিজ জেলা বাগেরহাটের মোড়েলগঞ্জ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সজীব। এ আয়োজনে তাঁর স্মরণে প্যাপিরাস পাঠাগারে চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক এড রফিকুজ্জামাণ রণি’র ‘লাল টকটকে চোখ নিয়ে’ কবিতা পাঠ করেন সাইফুল ইসলাম রাজিব।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও চাঁদেরহাটের সংগঠক মিজানুর রহমান স্বপন, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসাইন, মানবাধিকার কর্মী শাহ আলম, চর্যাপদ সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক অ্যাড. রফিকুজ্জামাণ রণি। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষানবিশ আইনজীবী কাউছার আহমেদ, যিনি মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার জন্মদিনে এক মুমূর্ষু রোগীকে তার নিজের 'বি' পজিটিভ রক্তদান করেন।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি পিএম বিল্লাল ও তার সহধর্মিণী আয়েশা বেগম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রাজিব, ধর্ম সম্পাদক জাহেদুর রব জাহেদ (রানা), ক্রীড়া সম্পাদক শিক্ষানবিশ আইনজীবী সুমন আহমেদ প্রমুখ।
দিনটি উপলক্ষে শিক্ষা, চিকিৎসা ও খাদ্যের ওপরে কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়। জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা ও উদযাপন সম্পন্ন হয়।







