রবিবার, ০২ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ২০:০৫

পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

বিশেষ প্রতিনিধি॥
পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে গ্রাহকের হাতে চেক তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলীসহ অন্য অথিবৃন্দ।

চাঁদপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের এলিট চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল ও একক বীমা প্রকল্প) সৈয়দ মোতাহার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (জনপ্রিয় বীমা প্রকল্প) মো. কামাল হোসেন মহসিন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইসলামী ডিপিএস প্রকল্প) মোহাম্মদ খলিলুর রহমান শিকদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক (আল-আমিন বীমা প্রকল্প) মোহাম্মদ সেলিম মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ (আল-আমিন বীমা প্রকল্প) মো. দেলোয়ার হোসেন উজ্জ্বল। অনুষ্ঠান পরিচালনায় ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকল্প ইনচার্জ মো. নূর ই আলম জুয়েল।

সভায় বক্তারা বলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স সবসময় গ্রাহকদের আস্থা ও সেবার মান বজায় রাখতে বদ্ধপরিকর। বীমা দাবি দ্রুত নিষ্পত্তি ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে জনগণের মধ্যে বীমা সচেতনতা আরও বাড়াতে হবে। আলোচনা শেষে ১৩০ জন গ্রাহকের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হয় এবং সফল বীমা প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়