প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ২০:০৫
পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

চাঁদপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের এলিট চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল ও একক বীমা প্রকল্প) সৈয়দ মোতাহার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (জনপ্রিয় বীমা প্রকল্প) মো. কামাল হোসেন মহসিন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইসলামী ডিপিএস প্রকল্প) মোহাম্মদ খলিলুর রহমান শিকদার।
|আরো খবর
সভায় বক্তারা বলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স সবসময় গ্রাহকদের আস্থা ও সেবার মান বজায় রাখতে বদ্ধপরিকর। বীমা দাবি দ্রুত নিষ্পত্তি ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে জনগণের মধ্যে বীমা সচেতনতা আরও বাড়াতে হবে। আলোচনা শেষে ১৩০ জন গ্রাহকের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হয় এবং সফল বীমা প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়।








