বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৯:২৮

বাবুরহাট বাজারে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

পলাশ দে
বাবুরহাট বাজারে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে গেছে। কুকুরগুলোর মধ্যে চার-পাঁচটি কুকুরের ঘাড়ে পচা ঘা হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই কুকুরগুলোর কারণে ক্রেতাসাধারণ ও বাজারের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। একরকম দূষিত হয়ে পড়েছে পুরো বাজার এলাকা।

এছাড়া বাজারের ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার বা আবর্জনা অপসারণ না করার কারণেও দুর্গন্ধ ছড়াচ্ছে। ড্রেনের ভেতরে জমে থাকা নোংরা আবর্জনার ফলে মশার উপদ্রবও বেড়ে গেছে।

বেওয়ারিশ কুকুর ও মশার উপদ্রব থেকে রেহাই পেতে এবং বাজারের পরিবেশ রক্ষায় ভুক্তভোগী ক্রেতা-ব্যবসায়ীরা জেলা প্রশাসক এবং পৌর প্রশাসকের দ্রুত ও কার্যকর পদক্ষেপ আশা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়