প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১১:৩৬
টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল করতে ধর্মীয় নেতৃত্বের সমন্বয়ে ইফার ওয়ার্কশপ

টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন সফল করতে ইসলামিক ফাউণ্ডেশন চাঁদপুর-এর আয়োজনে ধর্মীয় নেতৃত্বের সমন্বয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকালে ইসলামিক ফাউন্ডেশনের হল রুমে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, চাঁদপুর-এর উপ-পরিচালক সেলিম সরকার । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, টাইফয়েড একটি প্রাণঘাতী ব্যাধি হলেও সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে সহজেই এটি প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতি বছর ১৫ বছরের নিচে প্রায় ৫ হাজার ৫০০ শিশু টাইফয়েড জ্বরে মারা যায়। তাই টিকাদান কার্যক্রমে সবার অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত জরুরি। এতে আমাদের আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সভায় চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক, জেলা সিভিল সার্জন ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। সভায় জানানো হয়, ১২ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চাঁদপুর সহ সারাদেশে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। এতে চাঁদপুর জেলায় মোট ৮ লক্ষ ৮ হাজার ৫১৯ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস বয়স পূর্ণ (২৭০ দিন) থেকে ১৫ বছর বয়সী (১৪ বছর ১১ মাস ২৯ দিন) শিশু-কিশোরদের এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। স্কুলগামী শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে অথবা নিকটস্থ স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করে এই টিকা নিতে পারবে।