প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ২১:৩৮
চাঁদপুর শহরের গাজী সড়কে বৈদ্যুতিক তার চুরির হিড়িক

চাঁদপুর শহরের ট্রাক রোড গাজী সড়কে বেড়েছে বৈদ্যুতিক মেইন লাইনের তার চুরির হিড়িক। এতে করে ক'টি বাসা-বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। স্থানীয়রা চোরের উপদ্রব থেকে রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
|আরো খবর
বৃহস্পতিবার রাতে গাজী সড়ক এলাকার চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মেইন লাইনের প্রায় ২০ ফুট বিদ্যুতের তার চুরি করে নিয়ে যায় চোরচক্র। এছাড়া একই এলাকার আলম, শাহাবুদ্দিন বকাউল, নূপুর ও শফিউল্লাহ গাজীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়ার নির্দেশে এএসআই মো. সুমনসহ সঙ্গীয় সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সকলকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
স্থানীয়রা জানান, চাঁদপুর শহরের ট্রাক রোড গাজী সড়কে বেড়েছে চোরের উপদ্রব। চোরচক্র বৈদ্যুতিক মেইন লাইনের তার চুরি করে তা শহরের বিভিন্ন ভাঙ্গারি দোকানে বিক্রি করে থাকে। এছাড়া এ এলাকার কয়েকটি বাড়িতে চুরির ঘটনাও ঘটে। আগে এ এলাকায় রাতে পুলিশ নিয়মিত টহল দেয়ায় চুরির ঘটনা কম হতো। বর্তমানে পুলিশ এ এলাকায় টহল কম দেয়ায় মাদক, চুরিসহ নানা অপকর্ম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে উঠতি বয়সী কিশোর ও বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার, সদর থানার ওসি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ বিষয়ে হস্তক্ষেপ জরুরি বলে এলাকাবাসী মনে করেন।