রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৬:৩৮

হাজীগঞ্জের এ নারী কার মা ?

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জের এ নারী কার মা ?
নিজের নাম বলতে না পারা হাজীগঞ্জের এ নারী বর্তমানে সন্দ্বীপে রয়েছে। ছবি : সংগৃহীত

গত ডিসেম্বর থেকে সন্দ্বীপে অবস্থানকারী বয়স্ক এ নারী হাজীগঞ্জের কার মা--এটা এখন কৌতূহলীদের প্রশ্ন। তিনি সেখানে অবস্থান করলেও নিজের নাম বলতে পারেন না, তবে স্বামী ও সন্তানদের নাম ঠিকই বলতে পারছেন। এ নারীর ঠিকানার খোঁজে সন্দ্বীপ প্রেসক্লাব, সন্দ্বীপ থানা পুলিশ ও হাজীগঞ্জ থানা পুলিশ কাজ করছে। হাজীগঞ্জের কেউ এ নারীর পরিচয় জানতে পারলে অন্তত হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)কে জানালেই হবে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ডিসেম্বর মাস থেকে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে অবস্থান করছেন বৃদ্ধ এ নারী। সেখান কর্মরত গণমাধ্যমকর্মীগণসহ প্রশাসন চেষ্টা করে তার নাম জানতে পারেনি। তবে তিনি তার স্বামীর নাম মুসা মিয়া, বড়ো ছেলে দেলোয়ার, আবুল হোসেন ও মেয়ে রহিমার নাম বলতে পারেন। ঠিকানা বলতে পারেন না, তবে হাজীগঞ্জের কথা বলতে পারেন তিনি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান,কেউ এ নারীর পরিচয় জানতে পারলে অন্তত আমাকে জানালে আমি বাকি ব্যবস্থা করে দেবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়