প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ২০:১৯
সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তীর সাথে সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের মতবিনিময

প্রবীণ সংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চাঁদপুর সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) চাঁদপুর শহরের মেথা রোডে অবস্থিত অশীতিপর এই প্রবীণ ব্যক্তিত্বের বাসায় দীর্ঘ মতবিনিময়ে তিনি সাহিত্য ও সংস্কৃতির নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় সেখানে সংঠনের সভাপতি ম. নূরে আলম পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত, লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান উপস্থিত ছিলেন। পরে সংগঠনের পক্ষ থেকে জীবন কানাই চক্রবর্তীর হাতে শুভেচ্ছা উপহার হিসেবে বই তুলে দেওয়া হয়।