প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ২৩:১৪
হাসি আনন্দে নেচে গেয়ে দশমীতে দুর্গা মাকে বিদায় দিলো হরিজনরা

চাঁদপুরে হাসি আনন্দে নেচে গেয়ে বিজয়া দশমীর রাতে দেবী দুর্গা মাকে বিসর্জনের মধ্য দিয়ে বিদায় দিলো হরিজনরা। বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) রাতে শহরের চৌধুরীঘাটের ডাকাতিয়া নদীতে এ বিসর্জন দেয়া হয়।
|আরো খবর
বাসস্ট্যান্ড স্বর্ণখোলা হরিজন কলোনীর শ্রী শ্রী সন্তোষী মাতার মন্দিরের দুর্গাপূজা কমিটির সভাপতি রাজু হরিজন ও সাধারণ সম্পাদক, সূর্য মন্দির যুব ক্লাবের সভাপতি বিপ্লব দাস বলেন, শারদীয় দুর্গোৎসবে আমাদেরকে প্রতি মুহূর্তে উৎসবের শুরু থেকে শেষ দিন পর্যন্ত স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানাভাবে সহায়তা করেছে। এমনকি প্রতিমা বিসর্জন দেয়ার সময়ও তারা সবাই উপস্থিত ছিলেন। এজন্যে আমরা প্রশাসনের পাশাপশি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন মৃধা মাঝি, সাধারণ সম্পাদক আবুল খায়ের ছৈয়াল, সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ জাকির, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলামসহ যুবদল, ছাত্রদল ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।