শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ২২:৫৮

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শাহরাস্তিতে প্রতিমা বিসর্জন

মো. মঈনুল ইসলাম কাজল।।
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শাহরাস্তিতে প্রতিমা বিসর্জন
ক্যাপশন - শাহরাস্তিতে ডাকাতিয়া নদীর তীরে প্রতিমা বিসর্জন দিতে আসা সনাতন ধর্মাবলম্বীদের একাংশ।

শাহরাস্তিতে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীর উৎসাহ উদ্দীপনায় প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। প্রথমবারের মতো এবার উপজেলার ১৯টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) বিকেলে উপজেলার ডাকাতিয়া নদীতে বেশ ক'টি পূজা মণ্ডপ থেকে একযোগে প্রতিমা বিসর্জন দেয়া হয়। শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করে উপজেলা প্রশাসন। র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলো। বিজয়া দশমীতে সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসব বিরাজ করে। শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন হওয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা জানান, শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে । প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গা উৎসব সম্পন্ন হয়েছে এজন্য সকলের কাছে কৃতজ্ঞ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন কার্যক্রমে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়