প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩২
বিজয়ীর উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশন

চাঁদপুরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং ইনার হুইল ক্লাব অব আরুশির সহযোগিতায় বিনামূল্যে ৩ জন গরিব ও দুঃস্থ রোগীর চোখের ছানি অপারেশন করানো হয়েছে। চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) এই অপারেশন করানো হয়। ৩ জন রোগী অপারেশন হয়ে সুস্থভাবে বাসায় ফিরে গেছেন।
|আরো খবর
'বিজয়ীর আলো' এ স্লোগানে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে এই অপারেশনের আয়োজক বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন, বিজয়ী দীর্ঘ ৫ বছর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ সামনে আরও জনসেবামূলক কাজ করবে। গত ১ ফেব্রুয়ারি বিজয়ীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প থেকে অসুস্থ রোগী নির্বাচিত করে আমরা আমাদের পারিবারিকভাবে অর্থনৈতিক সাপোর্টে বিজয়ীর সার্বিক তত্ত্বাবধানে রোগীদের অপারেশনের ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ সামনে আরও রোগীকে চক্ষু চিকিৎসা দেয়া হবে বিজয়ীর তত্ত্বাবধানে। তিনি আরও বলেন, মানুষের মৌলিক প্রয়োজন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা নিয়ে কাজ করেছি। বিজয়ী মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হাতে কলমে বিনামূল্যে নানা রকম প্রশিক্ষণ দিয়ে আসছে। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহদানে নানা রকম শিক্ষা সামগ্রীসহ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারের বিনামূল্যে পরামর্শ প্রদান, ঔষধ বিতরণ, চক্ষু শিবির করে চশমা বিতরণ এবং যাদের চোখের অপারেশন দরকার তাদের অপারেশনের ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে। গত কয়েক মাসে ৩০ জন নারী পুরুষের বিনামূল্যে চোখের ছানি ও নেত্রনালীর অপারেশন করানো হয়েছে। আর এসব সম্ভব হচ্ছে বিজয়ীর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি, বিজয়ীর অ্যাডভাইজার কানিজ ফাতেমা, নিলুফার করিম, মরিয়ম জামিলা এবং বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খানের সার্বিক সহযোগিতায়। ইনশাআল্লাহ এভাবে প্রতিমাসেই নানা রকম জনকল্যাণমুখী কাজ করে যাবে বিজয়ী।