শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০১

তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫

চাঁদপুরের সাথে রোববার খেলবে কিশোরগঞ্জ জেলা ফুটবল দল

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
চাঁদপুরের সাথে রোববার  খেলবে  কিশোরগঞ্জ জেলা ফুটবল দল

তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫ উপলক্ষে রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) চাঁদপুরে হবে ফুটবল ম্যাচ। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সহ অন্য অতিথিবৃন্দ।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে রোববার (২১ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩ টায় চাঁদপুর স্টেডিয়ামে খেলতে নামবে স্বাগতিক চাঁদপুুর ও কিশোরগঞ্জ জেলা ফুটবল দল। ১৪ সেপ্টেম্বর কিশোরগঞ্জ উপজেলা মাঠে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতার ম্যাচে চাঁদপুর জেলা ফুটবল দলের কাছে ২-১ গোলে হেরেছে কিশোরগঞ্জ জেলা ফুটবল দল।

জাতীয় চ্যাম্পিয়নশিপের ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচে কিশোরগঞ্জের সাথে জয়ী চাঁদপুর জেলা ফুটবল দলের খেলোয়াড়রা নিজেদের মাঠেও জয়লাভ করার জন্যে গত ক'দিন ধরে নিয়মিত স্টেডিয়ামে অনুশীলন করে যাচ্ছেন।

কিশোরগঞ্জ জেলা ফুটবল দলের ক'জন কর্মকর্তার সাথে আলাপকালে তারা জানান, আমরা জয়ের লক্ষ্যেই চাঁদপুর মাঠে খেলতো নামবো। আশা করি আমরা দর্শকদেরও সাপোর্ট পাবো । চাঁদপুর জেলা ফুটবল দলের কোচ আনোয়ার হোসেন মানিক ও জাহাঙ্গীর গাজীর সাথে আলাপকালে তারা জানান, দলের সকল খেলোয়াড়ের মনোবল চাঙ্গা রয়েছে। দলের খেলার ব্যাপারে আমাদের চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই সবসময় খোঁজ খবর রেখেছেন। খেলাধুলার ব্যাপারে মানিক ভাই অনেক আন্তরিক। আশা করি আমাদের অতিথিবৃন্দসহ জেলার ক্রীড়ামোদী দর্শকরা মাঠে উপস্থিত থেকে জেলা দলের খেলোয়াড়দেরকে উৎসাহ দিবেন। আমাদের দলের খেলোয়াড়রা যদি তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে অবশ্যই আমরা দ্বিতীয় ম্যাচে কিশোরগঞ্জের সাথে নিজেদের মাঠে জয়লাভ করতে পারবো ইনশাআল্লাহ।

চাঁদপুর জেলা ফুটবল দলের খেলোয়াড়রা হলেন : সাকিব, সাইফুল, আলমগীর, আমানুল্লাহ, সাইফ, তাওহিদ, সাইফুল শেখ, নাজমুল, আব্দুল্লাহ, জুবায়ের, রাব্বি, হৃদয় মিজি, ইউসুফ , ইয়াসিন, রহিম, ওমর সানি, মানিক, ইসমাইল, রাশেদ ও তরুণ। টিম ম্যানেজার জিন্নাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়