প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:১০
চাঁদপুর সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ

সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) চাঁদপুর সরকারি মহিলা কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচয় পর্ব সম্পন্ন হয়। পরিচয় পর্বের পর কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইকবালুর রহমান এবং ভর্তি কমিটির আহ্বায়ক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।
|আরো খবর
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, কলেজ ইউনিফর্ম ও পাঠদান কার্যক্রমের প্রতি গুরুত্বারোপ করেন। তাছাড়া ক্লাস চলাকালীন কোনো শিক্ষার্থী স্মার্ট ফোন ব্যবহার করতে পারবে না বলে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গড়ার আহ্বান জানান।