সোমবার, ১৮ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৫:৩২

বালিথুবা আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জ প্রতিনিধি।।
বালিথুবা আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী বালিথুবা আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫ ) বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুলতানা রাজিয়া। তিনি জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে ক্রেস্ট ও উপহার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মাধ্যমিক পর্যায়ের যারা কৃতিত্বের সঙ্গে ভালো ফলাফল করেছে তাদের আন্তরিক অভিনন্দন জানাই। আশা করছি, তারা ভবিষ্যতেও ভালো ফলাফল করে দেশকে এগিয়ে নিতে কাজ করবে।’ পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ পেশাগত কাজে দক্ষ করে তোলার ব্যাপারে জোর দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক হুমায়ুন কবির তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, এনবিআর সংস্কার পরামর্শক কমিটির সদস্য ফরিদ উদ্দিন, ২নং বালিথুবা (পূর্ব) ইউনিয়নের বিএনপি সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক মো. হারিছ মিয়াজী, বিএনপি নেতা শাহ মোহাম্মদ ইকবাল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাকদির হোসেন, সিনিয়র শিক্ষক মজিবুর রহমান বিএসসি, জি এম হাসান তাবাচ্ছুম, মো. জাহিদ হোসেন, মিজানুর রহমান ভূঁইয়া, সহকারী শিক্ষক মো. জিতু মিয়াসহ অনেকে। পুরো আয়োজনটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মাহজেবিন জান্নাত।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন বিভাগের বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝেও পুরস্কার তুলে দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়