প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ২১:১৪
কমরেড শাহজাহান তালুকদারের শোকসভা সফল করতে প্রস্তুতি সভা

সোমবার (১০ নভেম্বর ২০২৫)-এর চাঁদপুর জেলা বাসদের প্রয়াত সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদারের শোক র্যালি ও শোকসভা সফল করতে প্রস্তুতি সভা করা হয়েছে।
|আরো খবর
শনিবার (৮ নভেম্বর ২০২৫) রাতে নতুন বাজারস্থ বাসদ কার্যালয়ে প্রয়াত শাহজাহান তালুকদারের শোকসভা আয়োজক কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষক সংগ্রাম কমিটির আহ্বায়ক কমরেড আলমগীর হোসেন। তিনি বলেন, আগামী সোমবার বিকেল ৩টায় বাসদ কার্যালয় মোড় হতে শোক র্যালি যাবে শহীদ মিনারে। এরপর সেখানে শোকসভা সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। এতে উপস্থিত থাকবেন বাসদের প্রধান উপদেষ্টা, কুমিল্লা সাব সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান। আমরা সবাই যে যার অবস্থান হতে এই আয়োজন সফল করতে আয়োজনে অংশ নেবো।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ঐক্য ন্যাপ জেলা সভাপতি শ্যামাপদ ঘোষ বুলু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন, সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন, জেলা বাসদ নেত্রী দীপালি রানী, বাসদ জেলা সদস্য হারুন অর রশীদ, জয়দেব কর্মকার, শহীদ রুমি স্মৃতি পাঠাগারের ইনচার্জ রহিমা আক্তার কলি, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক আজিজুর রহমান, প্রয়াত শাহজাহান তালুকদারের ভাই মতিউর রহমান প্রমুখ।
উল্লেখ্য, কমরেড শাহজাহান তালুকদার দীর্ঘ ৪৫ বছর বাসদের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তিনি চাঁদপুর সদর ও হাইমচর আসনে দুবার এমপি পদে এবং চাঁদপুর পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে ১ বার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।







