শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১৬:৫৬

উকিলপাড়া মুচি বাড়িতে নতুন ঘর পাচ্ছেন ৯০ বছর বয়সী অসহায় পুতুল দাস

চৌধুরী ইয়াসিন ইকরাম
উকিলপাড়া মুচি বাড়িতে নতুন ঘর পাচ্ছেন ৯০ বছর বয়সী অসহায় পুতুল দাস

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সার্বিক সহযোগিতায় ৯০ বছর বয়সী অসহায় পুতুল দাস পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।

শনিবার (৮ নভেম্বর ২০২৫) দুপুরে চাঁদপুর শহরের উকিল পাড়া মুচি বাড়িতে অসহায় পুতুল দাসের জরাজীর্ণ ঘরটির স্থলে সরেজমিন নির্মাণ কাজ পরিদর্শন করেন যুবদল নেতা আকাশসহ অন্যরা।

সম্প্রতি পুতুল দাসের পরিবারের জরাজীর্ণ ঘরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর সেটি দৃষ্টিতে আসে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ঘর নির্মাণ করে দেয়ার জন্যে নির্দেশনা দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদককে। তারই ধারাবাহিকতায় খুব দ্রুত সময়ের মধ্যে পুতুলের ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী দু থেকে তিন দিনের মধ্যে ঘর নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে।

নতুন ঘর নির্মাণ করে দেয়ার অনুভূতি জানিয়ে অসহায় পুতুল দাস এ প্রতিবেদকের নিকট শেখ ফরিদ আহমেদ মানিক ও নুরুল আমিন খান আকাশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাঁরা ঘর নির্মাণ করে দিচ্ছে নতুনভাবে। বৃষ্টির সময় ঘরে থাকা কষ্টকর ছিলো। চালের মধ্যে ছিদ্র থাকায় পানি পড়তো। সামনে শীত মৌসুম। ঘরটি পাওয়ায় আমাদের আর কষ্ট করতে হবে না।

জেলা যুবদল সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ এ প্রতিবেদককে বলেন, ৯০ বছর বয়সী পুতুল দাস পরিবারের অসহায় দিনাতিপাত আমি নিজেই দেখেছি। ওনার এই ঘর নির্মাণ করে দিতে পেরে আনন্দিত। এ ধরনের কাজগুলো আমাদেরকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আরো অনুপ্রাণিত করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়