প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৯:৪৩
সভাপতি ওসমান গণি সাধারণ সম্পাদক কাউছার হামিদ সাংগঠনিক সম্পাদক নেয়ামুল শরীফ
হাজীগঞ্জ উপজেলা ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল

শনিবার (২ আগস্ট ২০২৫) সকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ স্টার হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন ও প্রতিনিধি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ কাউন্সিলে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। কাউন্সিল অধিবেশন হাজীগঞ্জ উপজেলা ছাত্রসেনার সভাপতি শাহাদাত হোসেন জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য শায়খ আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল-কাদেরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হাজীগঞ্জ উপজেলা সভাপতি গাজী মুহাম্মদ আব্দুর রাহীম, সহ-সভাপতি মুফতি ফজলুল কাদের বাগদাদী, বিল্লাল হোসাইন তালুকদার, হাফেজ জাকির হোসাইন, সাধারণ সম্পাদক ক্বারী বিলাল হোসাইন পাটোয়ারী, উপজেলা যুবসেনা সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি নুরুল আলম মামুন এবং উপজেলা ছাত্রসেনার সাবেক সভাপতি গাজী মিজানুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রসেনার সভাপতি কামরুল হাসান বাবু। এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রসেনার সহ-সভাপতি রাজিব হোসাইন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক খাজা নুরুল আমিন। বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপট ও ছাত্রদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। বর্তমানে দেশে জাতিসংঘের তথাকথিত মানবাধিকার কমিশনের দপ্তর স্থাপনের তীব্র নিন্দা জানান। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ছাত্রদের জন্যে বিশেষ দোয়া করেন।
|আরো খবর
কাউন্সিল অধিবেশনে হাজীগঞ্জ উপজেলা ছাত্রসেনার সভাপতি পদে ছাত্র নেতা ওসমান গণি, সাধারণ সম্পাদক পদে কাউছার হামিদ ও সাংগঠনিক সম্পাদক পদে নেয়ামুল শরীফ নির্বাচিত হন।