প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৯:৫০
আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর সদর ও পৌর কমিটির কাউন্সিল সম্পন্ন

আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর সদর উপজেলা এবং চাঁদপুর পৌর শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান মাও. আবু সুফিয়ান খান আবেদী আল-কাদেরী। উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী। অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর সদর উপজেলার সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মাও. মো. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাও. এএইচএম আহসান উল্লাহ।
|আরো খবর
কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. হুমায়ুন কবির ও মাও. নোমান আহমেদের উপস্থাপনায় বক্তব্য রাখেন মদনা দরবার শরীফের পীরজাদা মাওলানা কাউসার আহমেদ, গাউছিয়া বোরহানিয়া দরবার শরীফের পক্ষে মাও. রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ, সুপ্রিম পার্টির সদর উপজেলার সাধারণ সম্পাদক এম আরশাদ খান, বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক বজলুর রশিদ সোহেল, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি কামরুল হাসান বাবু প্রমুখ।
আলোচনা পর্ব শেষে সদর ও পৌর কমিটি বিলুপ্ত করা হয়। এরপর উপস্থিত সকলের সম্মতিতে নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন সদর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি পদে মাও. আব্দুল হান্নান নিজামী, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক পদে মাও. আব্দুর রহমান গাজী এবং চাঁদপুর পৌর শাখার সভাপতি পদে মাও. আব্দুর রউফ খান, সাধারণ সম্পাদক পদে মো. নবাব খান এবং সাংগঠনিক সম্পাদক পদে মাও. নোমান আহমেদের নামসহ আরো কিছু গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদে নাম ঘোষণা করে। পরে উপস্থিত সকলে সমর্থন জানিয়ে কমিটির প্রতি সম্মতি জানান।
কাউন্সিল অধিবেশনে চাঁদপুর সদর এবং পৌর এলাকার উল্লেখযোগ্য দরবারের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।








