শনিবার, ০৯ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৮

প্রাইভেট কারের ধাক্কায় নারীর মৃত্যু

মাহবুব আলম লাভলু
প্রাইভেট কারের ধাক্কায় নারীর মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের আমুয়াকান্দা এলাকায় একটি প্রাইভেট কারের ধাক্কায় সন্ধ্যা রাণী (৪৫) নামে নারীর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আমুয়াকান্দা বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে বলে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান। সন্ধ্যা রাণী পাশ্ববর্তী ধনাগোদা নদী থেকে পানি নিয়ে বাড়ি ফেরার পথে বেরীবাধেঁর রাস্তার ওপর সজোরে একটি প্রাইভেট কার ধাক্কা মারে।

তিনি বলেন, দুর্ঘটনার জন্য দায়ী প্রাইভেট কারটি ও তার চালককে স্থানীয়রা আটক করে। দুর্ঘটনায় গুরুত্বর আহত সন্ধ্যা রাণীকে প্রাথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেয়ার পথে সন্ধ্যা রাণীর মৃত্যু হয়। নিহত সন্ধ্যা রাণী আমুয়াকান্দা গ্রামের সন্তুষ দাশের স্ত্রী। নিহত সন্ধ্যা রাণী দুই ছেলে ও এক মেয়ের জননী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়