প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ২১:৩১
দানবাক্সের টাকা নিয়ে পালাতে গিয়ে ধরা পড়লো চোর

চাঁদপুর শহরের বিটি রোডের আখন বাড়ি জামে মসজিদে রোববার (২৭ জুলাই ২০২৫) সকালে চুরির ঘটনা ঘটেছে। মসজিদের দানবাক্সের তালা ভেঙ্গে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে রাব্বি নামে এক কিশোর।
|আরো খবর
স্থানীয়রা জানান, সকালে মসজিদের দরজা খোলা দেখে তাদের সন্দেহ হয়। ভেতরে ঢুকে দেখা যায় এক কিশোর দানবাক্স ভেঙ্গে টাকা ব্যাগে ঢুকাচ্ছে। সঙ্গে সঙ্গে তারা ছেলেটিকে আটক করেন।
জানা গেছে, ওই কিশোরের নাম রাব্বি। সে চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ড মধ্য শ্রীরামদীর আবুল কাশেমের ছেলে।
মুসল্লিবেশে মসজিদে ঢুকেছিল সে। গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, পরনে লুঙ্গি। যেনো সাধারণ মুসল্লি। কিন্তু উদ্দেশ্য ছিলো দানবাক্সের টাকা চুরি। স্থানীয়রা বলেন, আগেও একাধিকবার সে বিভিন্ন মসজিদের দানবাক্সের টাকা চুরির সঙ্গে জড়িত ছিলো। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই গাজী কালাম ঘটনাস্থলে গিয়ে রাব্বিকে আটক করে থানায় নিয়ে আসেন।
এলাকাবাসী চায়, এই কিশোরের যেনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে ভবিষ্যতে আর কেউ পবিত্র স্থানে এমন অপরাধ করতে সাহস না পায়।