প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৫:২০
জেলা শিশুকল্যাণ বোর্ডের সদস্য হলেন চাঁদপুর রোটারী ক্লাব সভাপতি

জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর-এর আওতাধীন জেলা শিশুকল্যাণ বোর্ডের সদস্য হয়েছেন চাঁদপুর রোটারী ক্লাবের ২০২৫-২০২৬ রোটারী বর্ষের সভাপতি রোটারিয়ান মো. মোস্তফা (ফুল মিয়া)। তিনি জেলা প্রশাসক কর্তৃক মনোনীত সদস্য হিসেবে এই বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছেন।
|আরো খবর
উল্লেখ্য, রোটারী বর্ষের প্রথম দিন (১ জুলাই ২০২৫) সরকারি শিশু পরিবার, চাঁদপুর-এ ব্যাপক কর্মসূচি পালন এবং এই শিশু পরিবারের নিবাসীদের জন্যে পরীক্ষামূলকভাবে বছরব্যাপী পাঠ সহজিকরণ প্রকল্পে আটজন শিক্ষক নিয়োগ দিয়ে চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি মো. মোস্তফা (ফুল মিয়া) তাঁর ক্লাবকে যেভাবে শিশুকল্যাণে ব্যাপৃত করেছেন, তার স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসক মহোদয় তাঁকে জেলা শিশুকল্যাণ বোর্ডে সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।