সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৯

কমলগঞ্জে ডিবির অভিযানে মাদক ও মাদক বিক্রির টাকাসহ আটক ২

অনলাইন ডেস্ক
কমলগঞ্জে ডিবির অভিযানে মাদক ও মাদক বিক্রির টাকাসহ আটক ২

মৌলভীবাজারের কমলগঞ্জে ডিবির অভিযানে মাদক ও মাদক বিক্রির টাকাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি টিম বিশেষ অভিযান চালিয়ে উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট কমিউনিটি ক্লিনিক এলাকা থেকে সত্য দেবনাথ (৪৩) ও মনসুর আলী (৩৬) নামের ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এ সময় আটককৃতদের তল্লাশি করে ৩১৫পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪১ হাজার ৫০০টাকা উদ্ধার করেন ডিবি সদস্যরা।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, আটককৃত দুজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে সত্য দেবনাথের বিরুদ্ধে মাদক আইনে আরও মামলা বিচারাধীন রয়েছে। পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।'

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়