বুধবার, ১৬ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ২২:৪৬

সেপটিক ট্যাংকে নেমে সুইপারের মৃত্যু

স্টাফ রিপোর্টার।।
সেপটিক ট্যাংকে নেমে সুইপারের মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের চৌরাস্তার একটি ব্যবসা প্রতিষ্ঠানের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে সুমন নামে এক সুইপারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) বিকেলে চান্দ্রা চৌরাস্তা দেলোয়ার পাটোয়ারীর দোকানে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুইপার সুমনের বাড়ি চাঁদপুরের দক্ষিণে হায়দারগঞ্জ নদীর পাড় এলাকায়। সন্ধ্যার সময় খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং চাঁদপুর সদর মডেল থানা পুলিশ দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সেপটিক ট্যাংক থেকে সুইপারের মরদহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, চান্দ্রা চৌরাস্তার ব্যবসায়ী দেলোয়ার পাটোয়ারীর ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে সুইপার সুমন কাজ নেন। শেষ বিকেলের দিকে ওই সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন সুমন। পরিষ্কার করা অবস্থায় সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত (মিথেন) গ্যাসে অসুস্থ হয়ে পড়েন তিনি। এতে তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়