প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১২:৫৩
মতলব উত্তরে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক

মতলব উত্তর উপজেলায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) রাত ৮টা ৫ মিনিটের দিকে পূর্ব ফতেহপুর ইউনিয়নের দক্ষিণ ফতেহপুর এলাকায় এই ঘটনা ঘটে।এ ঘটনায় অভিযুক্ত যুবক জাহিদ হাসান (২২)কে আটক করেছে পুলিশ। মতলব দক্ষিণ উপজেলার মো. অপু সরকারের ছেলে এই জাহিদ হাসান।
|আরো খবর
ঘটনার পরদিন ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ছাত্রীটির পরিবার ও মামলার এজাহারে বলা হয়েছে, প্রায় এক বছর আগে ফেসবুকের মাধ্যমে অভিযুক্ত যুবক জাহিদ হাসানের সাথে স্কুল ছাত্রীর পরিচয় হয়। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। ঘটনার দিন অভিযুক্ত যুবক ছাত্রীটিকে কৌশলে ডেকে নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় স্থানীয় ক'জন ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করে অভিযুক্তকে আটক করেন। খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
ঘটনার পরদিন শুক্রবার (৪ জুলাই ২০২৫) ছাত্রীটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯ (১) ধারায় মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর : এফআইআর নং-৪, জি আর নং-৪০৬। এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক জানান, আসামিকে আটক করে আইনি প্রক্রিয়া শুরু করেছি। ধর্ষিতার মেডিকেল পরীক্ষা এবং আদালতে জবানবন্দির জন্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে।