মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ জুন ২০২৫, ১৬:১০

ফরিদগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটছেন অতিথিবৃন্দ।

বাংলার ব্যাংক খ্যাত মার্কেন্টাইল ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের ফরিদগঞ্জ শাখায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জুন ২০২৫) সকালে ব্যাংকের ফরিদগঞ্জ শাখায় ব্যবস্থাপক মুরাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে ফরিদগঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডা. পরেশ চন্দ্র পাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা ও মাসুদ আলম বক্তব্য রাখেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ব্যাংক মানুষের আস্থার জায়গা। মানুষ নিজেদের আয়কৃত অর্থ নিরাপদে রাখতে এবং ভবিষ্যতের জন্যে সঞ্চয় করতে ব্যাংকের দ্বারস্থ হয়। এখন পর্যন্ত হাতেগোণা কয়েকটি ব্যাংক ছাড়া অধিকাংশ ব্যাংক জনগণের আমানত ভালোভাবেই রাখছে। যার মধ্যে মার্কেন্টাইল ব্যাংক অন্যতম। আমি আশা করবো, ব্যাংকটি অতীতের ন্যায় আগামীতেও শুধু ব্যাংকিং কার্যক্রম নয়, জনসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে আরো বেশি ভূমিকা রাখবে।

আলোচনা শেষে অতিথিবৃন্দ ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়