প্রকাশ : ২৬ মে ২০২৫, ২২:২৯
হাসান আলী হাই স্কুলের প্রাক্তন শিক্ষকের ইন্তেকাল

চাঁদপুরের নামকরা শিক্ষক মোস্তাফিজুর রহমান আর বেঁচে নেই। তিনি রোববার (২৫ মে ২০২৫) বিকেল ৫টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ছিলেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় ও মাতৃপীঠ সরকারি বালিকা বিদ্যালয়ের স্বনামধন্য সিনিয়র সহকারী শিক্ষক। তাঁর শিক্ষাদান, আদর্শ ও কর্মনিষ্ঠা শিক্ষার্থীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। ভক্ত শিক্ষার্থীরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন, আল্লাহতাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।