রবিবার, ২৫ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৭:১১

পশ্চিম সকদীতে কে এই আলম?

অনলাইন ডেস্ক
পশ্চিম সকদীতে কে এই আলম?

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর আলম কর্তৃক বিভিন্ন মানুষ হয়রানির শিকার হয়ে আসছে। তিনি প্রতিদিনই নানা কৌশল অবলম্বন করে মানুষকে হয়রানি করে থাকেন ।

জানা যায়, আলম পশ্চিম সকদী গ্রামের খালেক সর্দার বাড়ির নিকট (ঈদগাহ সংলগ্ন) বসবাস করে আসছেন। তিনি প্রবাস থেকে দেশে এসে মানুষের নিকট টাকা পাওনা বলে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। টাকা পাওনা বলে তিনি কখনো আদালতে, কখনো এসপি অফিসে অথবা থানায় অভিযোগ দিয়ে মানুষকে হয়রানি করার পাশাপাশি টাকা হাতিয়ে নিয়ে থাকেন। তিনি নিরীহ অথবা অর্থশালী ব্যক্তির নিকট টাকা পাওনা বলে প্রথমে প্রচার করে বেড়ান। কয়েকদিন পরে ঐ লোকের বিরুদ্ধে আদালতে, পুলিশের সদর সার্কেল অফিসে অথবা চাঁদপুর মডেল থানায় অভিযোগ দিয়ে বসেন। পরে ঐ লোকের নিকট হতে প্রশাসনের মাধ্যমে অথবা নিজে নিজে সমঝোতার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে। বিগত ৩/৪ বছরে এই আলম একাধিক ব্যক্তিকে এভাবে হয়রানি করেন। এমনকি ইটভাটার মালিক কিংবা ইট ব্যবসায়ীদের নিকট হতে ইট ক্রয় করা বাবদ টাকা পাওনা বলে তাদের বিরুদ্ধেও অভিযোগ করেন। তিনি এভাবে দিনের পর দিন প্রতারণা করে আসলেও মামলার ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায়নি।

সরজমিনে গেলে এলাকাবাসী জানান, আলম মিথ্যাভাবে এলাকার নিরীহ মানুষের পাশাপাশি বিভিন্ন জায়গার সম্মানিত ব্যক্তিদেরও হয়রানি করে আসছেন। প্রবাসে থাকাবস্থায় পাগলামি করে আসছেন। তার পাগলামি ও একঘেঁয়েমির কারণে তার দুই স্ত্রী চলে যায়। তিনি নিজ বাড়ির সামনে একটি দোকান দিয়ে বসেন। দোকানে বসেও তিনি নারীদের দেখলে আজেবাজে কথা বলে থাকেন। এলাকার লোকজনের সাথে তার উঠাবসা নেই। কেউ তাকে ভালো দৃষ্টিতে দেখে না। তিনি মানুষের সাথে খারাপ আচরণ করাসহ গালমন্দ করে থাকেন। তিনি কখন কাকে কী বলেন তা নিজেও মনে হয় জানে না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ক'জন ব্যক্তি বলেন, আলম খারাপ প্রকৃতির লোক। সে মিথ্যাভাবে মানুষকে হয়রানি করে আসছে। মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাসহ নানাভাবে অপমান করে থাকে। ২/৩ বছরে বিভিন্ন মানুষের বিরুদ্ধে বহু অভিযোগ ও মামলা দিয়েছে। সে একজন মামলাবাজ। সে নেশাগ্রস্ত অবস্থায় থাকে। এমনকি সে চুরি, লোহার রড ও দা চেনি নিয়ে ঘুরাফেরা করে থাকে। তার ভয়ে আমরা আতঙ্কে থাকি, কখন আবার কার বিরুদ্ধে অভিযোগ দিয়ে দেয়। তার অত্যাচার ও হয়রানির হাত থেকে আমরা মুক্তি চাই। আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে আলমের সাথে যোগাযোগ করার জন্যে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়