প্রকাশ : ১৮ মে ২০২৫, ২১:০২
ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস : কচুয়ায় এলাকাবাসীর প্রতিবাদ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাসের ঘটনায় কচুয়ায় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। রোববার (১৮ মে ২০২৫) কচুয়া পৌরসভার সুবিদপুর গ্রামে এলাকাবাসীর আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বক্তাগণ বলেন, আমাদের এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল মিঠু এলাকায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। সম্প্রতি একটি কুচক্রী মহল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শরীফুল ইসলাম মিঠুর মোবাইলের কথোপকথন এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। তারা মিঠুর সম্মানহানি করতে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে প্রোপ্রাগান্ডায় লিপ্ত হয়। মিঠুর বিরুদ্ধে এসব কুরুচিপূর্ণ স্ট্যাটাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাউছার আহমেদ, বিএনপি নেতা মো. কবির হোসেন সেলিম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মজিবুল হক, ইউপি সদস্য মো. মোজাম্মেল হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সমাজ সেবক জাহাঙ্গীর অলম প্রমুখ।
প্রসঙ্গত, শরীফুল ইসলাম মিঠুর বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাসের ঘটনায় তিনি রোববার কচুয়া থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।