বুধবার, ১৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৩ মে ২০২৫, ২২:৩২

শাহরাস্তিতে হারিয়ে যাওয়া শিশুকে বাবার কোলে ফিরিয়ে দিলো পুলিশ

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তিতে হারিয়ে যাওয়া শিশুকে বাবার কোলে ফিরিয়ে দিলো পুলিশ

শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের দহশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ৭ বছরের শিশু মরিয়ম আক্তার মঙ্গলবার (১৩ মে ২০২৫) সকাল সাড়ে ১০ টায় মা পারুল আক্তারের সাথে শাহরাস্তি পৌর এলাকার উপলতা ব্র্যাক অফিসে আসেন। অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েন পারুল আক্তার। এই ফাঁকে শিশু মরিয়ম আক্তার অফিস থেকে বের হয়ে যায়। পারুল আক্তার হঠাৎ দেখেন, তার মেয়ে নেই। তাৎক্ষণিক অফিসের লোকজন তাকে খুঁজতে বের হয়ে পড়েন। মরিয়মের বাবা মো. হারিছ জানতে পেরে শাহরাস্তি মডেল থানায় সংবাদ দিলে অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার বিষয়টি গুরুত্ব দিয়ে নিজেই শিশুটিকে উদ্ধারের জন্যে নেমে পড়েন এবং অন্য পুলিশ সদস্যদের কাজে লাগান। বেলা পৌনে ৩ টায় মেহের কালীবাড়ি বাজারের একটি ফার্নিচারের দোকান থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

শিশুটির পিতা মো. হারিছ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করায় আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি। ওসি আবুল বাসার বলেন, পরিবারের সদস্যদের আরো সচেতন হতে হবে। পুলিশ জনগণের পাশে রয়েছে। যে কোনো সমস্যায় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া সম্ভব। পুলিশ সবসময় জনগণের কল্যাণে কাজ করে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়