প্রকাশ : ১১ মে ২০২৫, ১৯:৩১
চাঁদপুরে জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন ও ওয়াজ মাহফিল
আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে : ছারছীনার পীর ছাহেব

চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের রঙেরগাঁও দারুচ্ছুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসা ময়দানে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে ২০২৫) বাদ আসর শুরু হওয়া এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব ও আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাও. শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন (মাদ্দা জিল্লাহুল আলী)। তিনি তাঁর বক্তব্যে বলেন, আল্লাহকে যদি কেউ পেতে চায়, তবে নবীজীকে আগে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন। নবীকে যে পেয়েছে, সে-ই আল্লাহকে পেয়েছে। তিনি আরও বলেন, নবীর ভালোবাসা ব্যতীত ঈমান পূর্ণ হয় না। তাঁর আদর্শই আমাদের পথনির্দেশক। সম্মেলনে পীর ছাহেব আগত মুরিদ ও স্থানীয় ধর্মপ্রাণ জনতাকে ইসলামের মূলনীতি ও আদর্শ মেনে চলার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর হাফেজ মুফতি শাহ্ আবু বকর সালেহ মোহাম্মদ নেছারুল্লাহ (মা. জি. আ.), সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. হেমায়েত বিন তৈয়্যব, ছারছীনা দরবার শরীফের মুবাল্লিগ মাও. মহিব্বুল্লাহ আল মাহমুদ, জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার, চাঁদপুর সদর উপজেলার সভাপতি অধ্যক্ষ মো. মজিবুর রহমান, যুব হিযবুল্লাহ নেতা মাও. আফছার উদ্দিন মোহেব্বী
প্রমুখ।
মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক হাফেজ মাওলানা ড. রুহুল আমিন, রঙ্গেরগাঁও দারুস সুন্নাত ছালেহিয়া দীনিয়া মাদ্রাসার ভূমিদাতা আলহাজ্ব মো. নুরুল হক গাজী এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাদ্রাসার মুদীর মাওলানা সোলাইমান হাজারীর সঞ্চালনায় জুলফিকার হামদ গজল পরিবেশন দলের সদস্যরা কোরআন তেলাওয়াত, হামদ নাত ও গজল পরিবেশন করেন।
অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন প্রধান অতিথি।
ছবির ক্যাপশন।। চাঁদপুর সদর
উপজেলা জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন ও ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছারছীনার পীর ছাহেব ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন (মাদ্দা জিল্লাহুল আলী) দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করছেন।