প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১৮:৩৭
মৌলভীবাজারে ডিবির অভিযানে ৭৩ লক্ষ টাকার ভারতীয় প্রসাধনী উদ্ধার, আটক ১

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই প্রসাধনী উদ্ধার হয়েছে। এ সময় লালন মিয়া (২৮) নামের এক ব্যক্তিকে আটক এবং অবৈধ মালামাল বহনের দায়ে একটি ট্রাক জব্দ করা হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) সকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য, এসআই হীরক চক্রবর্তী, এএসআই মো. আবুল ভাসানী এবং কনস্টেবল জহিরুল ইসলাম ও কাজল রাজবংশীসহ ডিবির একটি টিম মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে অবৈধ পথে আমদানি করা ৭৩ লক্ষাধিক টাকার ভারতীয় প্রসাধনী উদ্ধার করে। এ সময় অবৈধ মালামাল বহনের দায়ে একটি ট্রাক জব্দ করা হয়।
ডিবি অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্রাচার্য্য জানান, খালি কার্টুনের আড়ালে বিপুল চোরাই পণ্য বোঝাই ট্রাকটি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ-রাজনগর হয়ে মৌলভীবাজারে প্রবেশ করছিল। এ সময় তল্লাশি চালিয়ে ট্রাক থেকে এসব চোরাই বিভিন্ন প্রকারের প্রসাধনী পণ্য উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ভারতীয় পণ্য বহনের কথা স্বীকার করলেও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এ ঘটনায় আটক এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।