বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১৭:৩১

মতলব দক্ষিণে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে এলাকাবাসী

চরমুকুন্দী কেন্দ্রীয় জামে মসজিদের জায়গা নিয়ে ভিপি জাকিরের কোনো সম্পৃক্ততা নেই

রেদওয়ান আহমেদ জাকির।।
চরমুকুন্দী কেন্দ্রীয় জামে মসজিদের জায়গা নিয়ে ভিপি জাকিরের কোনো  সম্পৃক্ততা নেই
মতলবের চরমুকুন্দী মসজিদের জায়গা নিয়ে ভিপি জাকিরের বিরুদ্ধে অপপ্রচার করায় এলাকাবাসীর প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন।

মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দী কেন্দ্রীয় জামে মসজিদের জায়গা ও স্থানীয় এলাকাবাসীর যাতায়াতের পথ নিয়ে কমিটি ও জমিদাতাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। শত বছরের পুরোনো পথ বন্ধ করে মসজিদের সম্প্রসারণ কাজ শুরু করার সাথে সাথে এ বিরোধের সৃষ্টি হয়েছে। এ ঘটনা নিয়ে মসজিদ কমিটির বিরুদ্ধে আদালতে মামলাও করেছেন জমিদাতাদের পক্ষে একজন।

কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মতলব সরকারি ডিগ্রি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ভিপি জাকির হোসেন প্রধানের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার ও মামলা করেন মসজিদ কমিটি। এ ঘটনার সাথে ভিপি জাকিরের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি জানান শান্তিপ্রিয় এলাকাবাসী। তাদের দাবি, এটা সাজানো এবং সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) বেলা সাড়ে এগারোটায় চরমুকুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শান্তিপ্রিয় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এ কথাগুলো বলেন বক্তারা। ওই মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন নাসির উদ্দিন প্রধান, শিপন প্রধান, জাহিদ পারভেজ, নবীর হোসেনসহ অনেকে। বক্তারা বলেন, আল্লাহর ঘর হচ্ছে মসজিদ। এটি কারো ব্যক্তিগত ঘর নয়। মসজিদের জন্যে যারা যারা জায়গা দান করেছেন, আজ তাদের পরিবারের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে। মসজিদের উত্তর পাশ দিয়ে যে পথটি ছিলো তা শত বছরের পুরোনো। এ পথ দিয়ে মসজিদের মুসল্লি এবং এলাকাবাসী যাতায়াত করতো। মসজিদ কমিটি

হঠাৎ করে মসজিদের সম্প্রসারণ কাজ করতে গিয়ে দীর্ঘ বছরের পুরোনো পথ বন্ধ করে দেয়ায় স্থানীয় এলাকাবাসী ক্ষেপে উঠে। জনগণের যাতায়াতের পথ খুলে দেয়ার জন্যে মসজিদ কমিটিকে একাধিকবার বলার পরও কর্ণপাত না করায় আইনের আশ্রয় নেন ভুক্তভোগী এলাকাবাসী। কিন্তু এ ঘটনার সাথে মো. জাকির হোসেন প্রধান ( ভিপি জাকির)-এর কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও তার ছবি দিয়ে ব্যানার করে অশালীন ভাষা ব্যবহার এবং অপবাদ দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এলাকাবাসী।

এদিকে শান্তিপ্রিয় এলাকাবাসীকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেন মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান। তিনি বলেন, আমার রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক সুনাম ক্ষুণ্ন করার জন্যে একটি বিশেষ মহল আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে এবং ধর্মীয় বিষয় পুঁজি করে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমিও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যারা আমাকে হেয় প্রতিপন্ন ও মানহানি করেছে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন মোজাম্মেল হক প্রধান, মেজবাহ উদ্দিন প্রধান, আব্দুর রশিদ জগলু প্রধান ও বাদশা প্রধান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়