প্রকাশ : ১১ মে ২০২৫, ১৬:০৬
মৈশাদিতে তালগাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার মৈশাদীতে তাল গাছ থেকে পড়ে কালু গাজী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১১ মে ২০২৫) সকালে মৈশাদী বাজারের কাছে শেখ বাড়িতে নিজের কেনা গাছের তাল পাড়তে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কালু গাজী মৈশাদী গাজী বাড়ির মৃত রশিদ গাজীর ছেলে। তিনি দু ছেলে দু মেয়ের জনক। পেশায় শ্রমিকের কাজ করতেন। তিনি গাছের কাঁচাতাল পাড়ার জন্যে শেখ বাড়ির একটি তাল গাছে উঠেন। গাছের মাথায় ওঠার পর হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্বজনরা এ তথ্য জানিয়েছে।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, আইনি প্রক্রিয়ায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং
এ ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।