প্রকাশ : ১০ মে ২০২৫, ২১:২৬
আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে 'চাঁদপুর ব্লকেড’ কর্মসূচি পালন

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে 'চাঁদপুর ব্লকেড’ কর্মসূচি পালন করেছে স্থানীয় হেফাজত, জামায়াত-শিবির, এনসিপি এবং ছাত্র-জনতা। শনিবার (১০ মে ২০২৫) সকাল ৮টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করে তারা। এ সময় চাঁদপুর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। বন্ধ করে দেয়া হয় সড়কের যান চলাচল। এতে সাময়িকভাবে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
|আরো খবর
পরবর্তীতে সকাল সাড়ে দশটার দিকে 'চাঁদপুর ব্লকেড’ প্রত্যাহার করে মানববন্ধন কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।
তিন দাবির মধ্যে রয়েছে : আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করা ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন দাবি। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলে জানান অংশগ্রহণকারীরা।