রবিবার, ১১ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১০ মে ২০২৫, ২১:২৬

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে 'চাঁদপুর ব্লকেড’ কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার।।
আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে 'চাঁদপুর ব্লকেড’ কর্মসূচি পালন

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে 'চাঁদপুর ব্লকেড’ কর্মসূচি পালন করেছে স্থানীয় হেফাজত, জামায়াত-শিবির, এনসিপি এবং ছাত্র-জনতা। শনিবার (১০ মে ২০২৫) সকাল ৮টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করে তারা। এ সময় চাঁদপুর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। বন্ধ করে দেয়া হয় সড়কের যান চলাচল। এতে সাময়িকভাবে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এ সময় ছাত্র-জনতার স্লোগানে শোনা যায়, ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নেই’, ‘বিচার করো করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’সহ বিভিন্ন কথা।

পরবর্তীতে সকাল সাড়ে দশটার দিকে 'চাঁদপুর ব্লকেড’ প্রত্যাহার করে মানববন্ধন কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।

তিন দাবির মধ্যে রয়েছে : আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করা ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন দাবি। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলে জানান অংশগ্রহণকারীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়