রবিবার, ১১ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১০ মে ২০২৫, ২১:০৪

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫

কবিতা আবৃত্তিতে দেশসেরা পুরাণবাজার ২নং বালক সপ্রাবির সৌমিত্র সাহা নীলাদ্রি

স্টাফ রিপোর্টার।।
কবিতা আবৃত্তিতে দেশসেরা  পুরাণবাজার ২নং বালক সপ্রাবির সৌমিত্র সাহা নীলাদ্রি

চাঁদপুর শহরের পুরাণবাজারে অবস্থিত ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সৌমিত্র সাহা নীলাদ্রি কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের পুরস্কার পেয়েছে। শনিবার (১০ মে ২০২৫) জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উপলক্ষে ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামছুজ্জামান।

উল্লেখ্য, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সৌমিত্র সাহা নীলাদ্রি কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে প্রথম হয়ে এই পুরস্কার লাভ করে। তার এই সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ ও তার মা-বাবার অসামান্য অবদান রয়েছে । সৌমিত্র সাহা নীলাদ্রি ২০২৪ সালেও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় গল্প বলা ইভেন্টে চট্টগ্রাম বিভাগে প্রথম হয়েছে। তার শিক্ষকগণ আশাবাদী, সে এ বছরও এই ইভেন্টে জাতীয় পর্যায়ে সাফল্য বয়ে আনবে। তাঁরা সৌমিত্রের জন্যে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়