প্রকাশ : ০৯ মে ২০২৫, ২৩:৫০
পুরানবাজার দাসপাড়া গীতাযজ্ঞ উদযাপন পরিষদের বার্ষিক গীতাযজ্ঞ অনুষ্ঠান

চাঁদপুর শহরের পুরানবাজার দাসপাড়া গীতাযজ্ঞ উদযাপন পরিষদের আয়োজনে বার্ষিক গীতাযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) সকাল থেকে পুরানবাজার দাসপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে এ গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়।
|আরো খবর
বিশ্ব শান্তি ও মানব কল্যাণ কামনায় দ্বিতীয় বার্ষিক গীতাযজ্ঞের আয়োজন করা হয়।পুরানবাজার দাসপাড়া গীতাযজ্ঞ উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার ও সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র দাস জানান, দ্বিতীয় বছরের মতো দাসপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে দাসপাড়া গীতাযজ্ঞ উদযাপন পরিষদ বিশ্ব শান্তি ও মানবকল্যাণ কামনায় এ গীতাযজ্ঞের আয়োজন করেছে। এ গীতাযজ্ঞের মাধ্যমে বিশ্বের সকল সনাতনীদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। গীতাযজ্ঞ শেষে দ্বি-প্রহরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।