শনিবার, ১০ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৯ মে ২০২৫, ২৩:২৯

গোবিন্দপুর ইউনিয়ন জমইয়াতে হিযবুল্লাহর সম্মেলন ও ওয়াজ মাহফিল

ধর্ম নিয়ে আইন করার অধিকার রাষ্ট্র বা সরকারের নেই : ছারছীনার পীর ছাহেব

স্টাফ রিপোর্টার
ধর্ম নিয়ে আইন করার অধিকার রাষ্ট্র বা সরকারের নেই : ছারছীনার পীর ছাহেব

ধর্ম আল্লাহ প্রদত্ত বিষয়, এটা মানুষের তৈরি নয়। তাই ধর্ম নিয়ে কোনো রাষ্ট্র বা সরকারের আইন প্রণয়ন করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন ছারছীনার পীর ছাহেব ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হোসাইন (মাদ্দা জিল্লাহুল আলী)।

ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন জমইয়াতে হিযবুল্লাহর সম্মেলন ও ওয়াজ মাহফিলে বৃহস্পতিবার (৯ মে ২০২৫) বাদ আছর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা। মহান আল্লাহ ও তাঁর রাসুল (সা.) যা নির্ধারণ করেছেন, সেটাই চূড়ান্ত। সেখানে কোনো মানুষ বা সরকারের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, বর্তমানে কিছু রাষ্ট্রীয় সিদ্ধান্ত ইসলামী শরীয়াহ বিরোধী। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। আমাদের উচিত আল্লাহর দেয়া বিধান মেনে চলা এবং সমাজে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেয়া।

ছারছীনার পীর ছাহেব দেশবাসীকে ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে জীবন গড়ার আহ্বান জানান এবং আলেম সমাজকে সত্য প্রকাশে ভয় না পেয়ে সাহসের সাথে এগিয়ে আসার পরামর্শ দেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর হাফেজ মুফতি শাহ্ আবু বকর সালেহ মোহাম্মদ নেছারুল্লাহ (মাঃ জিঃ আঃ), ছারছীনা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোঃ রুহুল আমিন আফসারী, ছারছীনা দরবার শরীফের মুবাল্লেগ মাওঃ হেমায়েত বিন তৈয়্যব, জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মমিনুল ইসলাম খান প্রমুখ।

ছারছীনা দরবার শরীফের হযরত পীর সাহেব কেবলার চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে জেলা জমইয়াতে হিযবুল্লাহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। আজ ১০ মে শনিবার চাঁদপুর শহরের বিটি রোডস্থ রঙ্গেরগাঁও দারুচ্ছুন্নাত ছালেহীয়া দীনিয়া মাদরাসা প্রাঙ্গণে বাদ আছর, ১১ মে রোববার হাজীগঞ্জ প্যারাপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাদ আছর, ১২ মে সোমবার শাহরাস্তি একাতড়ী দারুচ্ছুন্নাত ছালেহীয়া দীনিয়া মাদরাসা মাঠে বাদ আছর থেকে ওয়াজ ও দোয়ার মাহফিল এবং জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ফরিদগঞ্জ উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি অধ্যক্ষ আবুল হাসান মোঃ সাইফুল্লাহর সভাপতিত্বে ও গোবিন্দপুর ইউনিয়ন জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি হাফেজ মাওঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা যুব হিযবুল্লাহর সহ-সভাপতি হাফেজ মাওঃ আহসান উল্লাহ নেছারী। পবিত্র কোরআন তেলাওয়াত ও গজল পরিবেশন করেন জুলফিকার হামদ নাত ও গজল পরিবেশক দলের সদস্যরা। পরে পীর ছাহেব হুজুরের আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়