শুক্রবার, ০৯ মে, ২০২৫  |   ৩৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৯:২২

ইজারাদারদের চাঁদাবাজ আখ্যায়িত করায় ভাটিয়ালপুর চৌরাস্তায় মানববন্ধন

ফরিদগঞ্জ ব্যুরো
ইজারাদারদের চাঁদাবাজ আখ্যায়িত করায় ভাটিয়ালপুর চৌরাস্তায় মানববন্ধন

ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারের ইজারাদারদের চাঁদাবাজ আখ্যায়িত করার প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার (৮ মে ২০২৫) বিকেলে ভাটিয়ালপুর চৌরাস্তায় কয়েকশ’ নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

জানা গেছে, ফরিদগঞ্জ পৌরসভাধীন ভাটিয়ালপুর বাজারের চলতি বাংলা ১৪৩২ সালের টোল আদায়ের জন্যে গত ১৩ এপ্রিল ২০২৫ তারিখে ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসক ইজারাদার আব্দুল মতিনকে অনুমতিপত্র প্রদান করেন। এই প্রথমবারের মতো উক্ত বাজারটি ইজারার আওতায় আসে। ইজারাদার তাদের নিয়মানুযায়ী টোল আদায় করতে গেলে জটিলতা সৃষ্টি হয় । ওই বাজারের মাছ ব্যবসায়ী ও আড়তদারদের সাথে কয়েক দফা বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। গত সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সকালে ইজারাদার তার লোকজন নিয়ে টোল আদায় করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়। এক পর্যায়ে মাছ ক্রয়বিক্রয় বন্ধ হয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে গত রোববার (৪ মে ২০২৫) বিকেলে ভাটিয়ালপুর চৌরাস্তা মাছের আড়তের টোল আদায়কে অবৈধ দাবি করে তা বন্ধের দাবিতে ভাটিয়ালপুর মৎস্য মালিক সমিতির সভাপতি ও পৌর যুবদলের সদস্য সচিব আমিন মিজির নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দোকান মালিক, মাছের আড়ত, জেলে ও মৎস্য ব্যবাসায়ীরা। সেখানে তারা ইজারার নামে চাঁদাবাজি হচ্ছে বলে অভিযোগ করেন।

পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়াসহ ইজারাদার ও তার সহযোগীদের চাঁদাবাজ আখ্যায়িত করার প্রতিবাদে বৃহস্পতিবার (৮ মে ২০২৫) বিকেলে ভাটিয়ালপুর চৌরাস্তায় কয়েকশ’ নারী-পুুরুষ মানববন্ধন করে। মানববন্ধনে তারা দাবি করেন, বিগত ১৭ বছর যাবত আওয়ামী লীগের দোসররা এই ভাটিয়ালপুর চৌরাস্তার সরকারি টোল না দিয়ে উত্তোলিত অর্থ নিজেরা ভাগবাঁটোয়ারা করে খেয়েছে। ৫ আগস্টের পর তারা নব্য বিএনপি সেজে আবারো একই পথে হাঁটছে। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়াসহ লোকজন ইজারাদারদের টোল আদায়ে সহযোগিতা করছেন। কিন্তু তাদেরকে চাঁদাবাজ আখ্যায়িত করা দুঃখজনক। আমরা সঠিক নিয়মে এই বাজার চলুক এবং ইজারার টোল আদায় বাস্তবায়ন হোক তা চাই। এ সময় বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুুদুল হাসান মঞ্জু, সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন শেখ, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ওসমান শেখ, বিএনপি নেতা হানিফ, সুজন ভূঁইয়া, ছাত্রদল নেতা তানভীর প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়