প্রকাশ : ০৮ মে ২০২৫, ২২:১৫
ফরিদগঞ্জে আন্তর্জাতিক থ্যালাসামিয়া দিবস পালন

আন্তর্জাতিক থ্যালাসামিয়া দিবস উপলক্ষ্যে ফরিদগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদগঞ্জে রক্তদাতা সামাজিক সংগঠন অনির্বাণ ‘বিয়ের আগে পরীক্ষা করালে রক্ত, সন্তান হবে থ্যালাসামিয়া মুক্ত’ এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (৮মে ২০২৫) সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ ফরিদুল ইসলাম, চন্দন দাস, জিয়াউল হক ও গিয়াস উদ্দিন। অনির্বাণ জানায়, তাদের সংগঠন থ্যালাসামিয়া রোগীদের এই পর্যন্ত ৪ হাজার ব্যাগ রক্ত দিয়ে সহায়তা করেছে।