প্রকাশ : ০৮ মে ২০২৫, ২২:১৩
ফরিদগঞ্জে পানিতে ডুবে সাবেক শিক্ষকের মৃত্যু

ফরিদগঞ্জ উপজেলায় পানিতে ডুবে সাবেক শিক্ষক মাওলানা আবুল কালাম পাটোয়ারী (ষাটোর্ধ্ব) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (৮ মে ২০২৫) দুপুরে উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের ঘনিয়া পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির মৃত খলিল পাটোয়ারীর ছোট ছেলে।
নিহতের ছেলে মো. হোসাইন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে তার বাবা অসুস্থ ছিলেন। ঘটনার দিন তিনি পরিবারের সদস্যদের অগোচরে পুকুর পাড়ে গিয়ে ডুবে যান। সবাই খোঁজাখুঁজির পর পুকুরে দেখে উদ্ধার করে। পরে স্থানীয় পল্লী চিকিৎসককে দেখালে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা নেছার আহমেদ জানান, আবুল কালাম পাটোয়ারী চাঁদপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। বয়সের ভার ও অসুস্থতার কারণে তিনি একা চলাচল করতে কষ্ট হতো। দুপুরে পুকুর পাড়ে গিয়ে ডুবে মারা যান। বাদ মাগরিব নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
তিনি তিন ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষক সংগঠন শোক প্রকাশ করেছে।