বুধবার, ০৭ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৬ মে ২০২৫, ২০:২১

শাহরাস্তির দিঘিতে ভেসে উঠলো অজ্ঞাত নারীর মৃতদেহ

শাহরাস্তির দিঘিতে ভেসে উঠলো অজ্ঞাত নারীর মৃতদেহ
মো. মঈনুল ইসলাম কাজল

শাহরাস্তিতে দিঘি থেকে অজ্ঞাত (৬৫) নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার (৬ মে ২০২৫) সন্ধ্যায় শ্রীপুর গ্রামের হযরত শাহরাস্তি (র.) মাজারের দিঘি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা ও স্থানীয়রা জানান, বিকেলে এলাকার শিশুরা দিঘির পাড়ে খেলতে গিয়ে পশ্চিম-দক্ষিণ কোণে ভাসমান ওই নারীর মৃতদেহ দেখতে পায়। তাদের ডাক- চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, নিহতের হাতে জুতা ধরা ছিলো। তাদের ধারণা, ওই নারী ভবঘুরে হতে পারেন। সোমবার সকালে দিঘির উত্তর পাড়ে তাকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। অসাবধানতাবশত পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে।

শ্রীপুর গ্রামের মিয়া বাড়ির বাসিন্দা মো. বোরহান উদ্দিন মিয়া জানান, বিকেলে দিঘির পাড়ে ঘুরতে যাওয়া শিশুরা ওই নারীর মৃতদেহ পানিতে ভাসতে দেখে। একই গ্রামের সৈয়দ জিলান মিয়া জানান, বিকেলে মাজারের পাশে দোকানে চা পানরত অবস্থায় শিশুদের ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত মহিলার লাশ দিঘির পানিতে ভাসতে দেখি। তিনি আরো জানান, মরদেহের বিভিন্ন অংশে পচন ধরে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যপারে যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়