রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০২ মে ২০২৫, ২২:১৪

পুরাণবাজার উত্তরাঞ্চল গদিঘর লেবার ইউনিয়নের শ্রমিক দিবসের আলোচনা

রক্ত দিয়ে কীভাবে দাবি আদায় করতে হয় শ্রমিকরা আমাদেরকে শিখিয়ে গেছে

-মো. আকতার হোসেন মাঝি

স্টাফ রিপোর্টার।।
রক্ত দিয়ে কীভাবে দাবি আদায় করতে হয় শ্রমিকরা আমাদেরকে শিখিয়ে গেছে
চাঁদপুর শহরের পুরাণবাজার উত্তরাঞ্চল গদিঘর লেবার ইউনিয়ন আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর পৌর বিএনপি'র আহ্বায়ক মো. আক্তার হোসেন মাঝি।

চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. আক্তার হোসেন মাঝি বলেছেন, মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। শুধু চাঁদপুর নয়, বাংলাদেশসহ বিশ্বজুড়ে এ দিবস পালিত হয়ে আসছে। শ্রমিকরা তাদের স্মৃতি রক্ষায় এই দিনটি পালন করছে। পৃথিবীতে অনেক আন্তর্জাতিক দিবস রয়েছে। কিন্তু শ্রমিকদের অধিকার আদায়ের দিবসের ন্যায় আর কোনো দিবস এতোটা ঘটা করে পালন করা হয় না। কীভাবে দাবি আদায় করতে হয় রক্ত দিয়ে

শ্রমিকরা আমাদেরকে শিখিয়ে গেছে। যারা রাজনীতি করেন তাদেরকে শিখিয়ে গেছেন। শ্রমিকদের এই যে অবদান, সেই অবদানের কারণে সারা পৃথিবীতে যেখানে অন্যায় হবে, সেখানেই প্রতিবাদ হবে । শ্রমিক আন্দোলন আমাদেরকে শিখিয়ে গেছে। তারই ধারাবাহিকতায় জুলাই- আগস্ট বিপ্লব। গত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যারা ভোট দিতে পারি নি, দিনের ভোট রাতে হতো, আবার ভোটকেন্দ্রে যাবার আগেই ভোট দেওয়া হয়ে যেতো--এই সমস্ত অনিয়মের প্রতিবাদ আমরাই করেছি।

বৃহস্পতিবার (১ মে ২০২৫) বিকেল তিনটায় চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্রে চাঁদপুর পুরাণবাজার উত্তরাঞ্চল গদিঘর লেবার ইউনিয়ন আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও প্রবাসী ব্যবসায়ী খাজা বাবা অটো রাইস মিলের মালিক আলহাজ্ব মো. জিন্নাহ পাটোয়ারী ও চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক পরেশ চন্দ্র মালাকার।

পুরাণবাজার উত্তরাঞ্চল গদিঘর লেবার ইউনিয়নের সভাপতি মো.হারুনুর রশিদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল দেওয়ানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিছ বেপারী, সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তাছির বেপারী, সাধারণ সম্পাদক মো. দুলাল খান, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ আহম্মদ, চাঁদপুর স'মিল মালিক সমিতির সভাপতি আ. গফুর বেপারী, বিএনপি নেতা মহসিন পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল বাশার বাসু ও সদর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুলহার জুয়েল।

সভায় পুরাণবাজার এলাকার মিল-কারখানা ও গদিঘরের শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আক্তার হোসেন মাঝি আরো বলেন, ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময়সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন দাবি আদায়ের জন্যে পথে নেমে এসেছিলেন।

কিন্তু বিক্ষোভ দমনে সেদিন বর্বর কায়দা অবলম্বন করা হয়েছিল। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সে ঘটনায় তখন সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পায় শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়