শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ২২:২২

শুভ অক্ষয় তৃতীয়া ও শ্রীশ্রী রাম ঠাকুর দোল উৎসবের শতবর্ষপূর্তি অনুষ্ঠান

ধর্মচর্চা যতো করবেন, প্রজন্ম ততো বেশি জানতে পারবে

-----জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

স্টাফ রিপোর্টার।।
ধর্মচর্চা যতো করবেন, প্রজন্ম ততো বেশি জানতে পারবে

চাঁদপুরে সনাতন ধর্মাবলম্বীদের 'শুভ অক্ষয় তৃতীয়া' ধর্মীয় আনুষ্ঠানিকতায় পালিত হয়েছে। এটি হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব। এ উপলক্ষে বুধবার (১৬ বৈশাখ, ৩০ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরাণবাজার শ্রীশ্রী রাম ঠাকুর দোল মন্দির কমিটির আয়োজনে শুভ অক্ষয় তৃতীয়া তিথি উৎসব অনুষ্ঠিত হয়। সেই সাথে শ্রীশ্রী রাম ঠাকুরের দোল উৎসবের ১০০তম বছর উপলক্ষে শতবর্ষপূর্তি ১৪৩২ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া ও চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়। চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরাণবাজার শ্রীশ্রী রাম ঠাকুর দোল মন্দির কমিটির সভাপতি পরেশ চন্দ্র মালাকার।শুভেচ্ছা বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা।

অনুষ্ঠানে মন্দির কমিটির সদস্য এবং ভক্তবৃন্দসহ সনাতন ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, সনাতন ধর্মের অক্ষয় তৃতীয়ার বিশেষ তাৎপর্য রয়েছে। যে কোনো পূজার আনন্দ উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে ধর্মের বাণী ছেলে-মেয়েদের মাঝে ছড়িয়ে দেয়া। হিন্দু মুসলিম খ্রিস্টান যেই ধর্মেরই হোক না কেন, ধর্ম চর্চা যতো করা হবে আমাদের প্রজন্ম ততো বেশি জানতে পারবে। জেলা প্রশাসক বলেন, আমি সব সময় চেষ্টা করি আপনাদের পাশে থাকতে। আপনারাও খুবই আন্তরিক। আপনাদের পরিবারের লোক মনে করেন। যখনই আপনারা আপনাদের অনুষ্ঠানের জন্যে দাওয়াত করেন, চেষ্টা থাকে উপস্থিত থাকার জন্যে। মন্দিরে শতবর্ষের মতো একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুখ, শান্তি অক্ষয় হোক এবং সকল আশা পূর্ণ হোক এই কামনা করছি।

এদিন সকাল ৭টায় মন্দির সংলগ্ন ত্রিবেণী সঙ্গমে অক্ষয় তৃতীয়ার পুণ্য স্নানের মধ্য দিয়ে রামঠাকুর দোল মন্দিরের কর্মসূচি সূচনা করা হয়। এরপর অনুষ্ঠিত হয় শঙ্খ ও উলুধ্বনির মাধ্যমে ঠাকুরের পাদুকা স্নান।সকাল সাড়ে ৮টায় হয় দোল মন্দিরে শ্রীশ্রী ঠাকুরের পাদুকায় জল অর্পণ। এরপর সমবেত কীর্তন ও প্রার্থনা এবং প্রসাদ গ্রহণ। সন্ধ্যা ৭টায় শত আলো শিখা প্রজ্জ্বলনের মাধ্যমে শত বৎসরের যাত্রা শুরু। সন্ধ্যা সাড়ে ৭ টার সময় শ্রীশ্রী সত্য নারায়ণ সেবা ও সবশেষে প্রসাদ বিতরণ করা হয়।

পুরাণবাজারে শুভ অক্ষয় তৃতীয়া ও শ্রীশ্রী রাম ঠাকুর দোল উৎসবের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়