বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ২২:০৯

নেতা-কর্মীদের সাথে মতবিনিময়

জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে ৩১ দফার বিকল্প নেই

.......... আনোয়ার হোসেন খোকন

শাহরাস্তি ব্যুরো।।
জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে ৩১ দফার বিকল্প নেই
শাহরাস্তিতে বিএনপির মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছে তা অনেক আগেই বিএনপি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। বিএনপি ঘোষিত ৩১ দফায় পূর্ণাঙ্গ সংস্কারের কথা বলা হয়েছে। কী নেই ৩১ দফায়? শাসন ব্যবস্থার সবকিছুই এখানে দেয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, জনগণের ভোটাধিকার, সুশাসন, ন্যায় বিচারসহ সরকার পরিচালনার সব কিছুই রয়েছে ৩১ দফায়। বুধবার (৩০ এপ্রিল ২০২৫) দুপুরে শাহরাস্তি উপজেলার ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত রিভার ভিউ মিলনায়তনে উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসলে আপনারা সংস্কারের বাস্তব চিত্র দেখতে পাবেন। তিনি বলেন, আমি আপনাদের সাথে কাজ করতে চাই, বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে আমি আপনাদের সাথে থাকবো। দয়া করে কাউকে হেয় প্রতিপন্ন করে কোনো প্রকার কথা কিংবা সোশ্যাল মিডিয়ায় কিছু প্রচার করবেন না। ব্যক্তির ওপর রাগ করে দলের ক্ষতি করবেন না। অনেকেই অনেক কিছু চাইতে পারে, কিন্তু দল যা ভালো মনে করবে আমরা তা-ই করবো। দলের সিদ্ধান্তের বিষয়ে আমরা সকলেই একমত থাকবো।

শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মাজহারুল ইসলাম মিন্টু, কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন মাস্টার, মনির হোসেন, মোশাররফ হোসেন টুটুল, কাজী জাহাঙ্গীর আলম, সাইফুল করিম মিনার, ফখরুল আলম পাটোয়ারী, খায়রুল ইসলাম স্বপন, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, তাজুল ইসলাম সুমন, আতাহার আহমেদ তানভীর ও শাহজাহান সম্রাট। বিএনপি, যুবদল, ছাত্রদল ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়