শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ২০:৪৪

চাঁদপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ গাজীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ গাজীর ইন্তেকাল
চাঁদপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ গাজীর জানাজায় মুসল্লিদের উপস্থিতি। পাশে বক্তব্য রাখেন চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও চাঁদপুর স্টেডিয়াম সংলগ্ন গাজী বাড়ি নিবাসী নূর মোহাম্মদ গাজী (৮০) আর বেঁচে নেই। তিনি বুধবার (৩০ এপ্রিল ২০২৫) ভোর ৫টা ২০ মিনিটে চাঁদপুর কর্ণফুলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি.......... রাজিউন)।

মরহুমের জানাজা এদিন বাদ জোহর চাঁদপুর পুরাতন বাসস্ট্যান্ডস্থ মাইক্রো স্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। ইমামতি করেন বড়ো স্টেশন জামে মসজিদের খতিব মুফতি মো. সিরাজুল ইসলাম। জানাজার নামাজের পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস ইসলাম বাবু, চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, জেলা শ্রমিক দলের সভাপতি মো. নজরুল ইসলাম, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শোয়েবুর রহমান, আলেম সমাজের প্রতিনিধি মাও. মো. এমদাদ উল্লাহ ও মরহুমের বড়ো ছেলে মো. হুমায়ুন কবির গাজী।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং তাঁর জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। পরে চাঁদপুর পৌর কবরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাঁকে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়