সোমবার, ০৫ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ২২:৩০

ক্ষমতার দাপটে বদলী আদেশ ঠেকিয়ে দিলেন মতলব উত্তরের পিআইও অফিসের কার্য সহকারী কুদ্দুস

ক্ষমতার দাপটে বদলী আদেশ ঠেকিয়ে দিলেন মতলব উত্তরের পিআইও অফিসের কার্য সহকারী কুদ্দুস
মতলব উত্তর ব্যুরো

ক্ষমতার দাপটে ছয়দিনেই বদলী আদেশ ঠেকিয়ে পুনরায় বহাল রইলেন মতলব উত্তর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কার্য সহকারী ও বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মো. আব্দুল কুদ্দুস।

জানা যায়, চলতি মাসের ৩ মার্চ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক মো. আবু নাসের বাবরের স্বাক্ষরিত ৫১.০১.০০০০.০২৪.১৯.০১.২০(অংশ-০৩)-৩৫৫৫ স্মারকে অফিস আদেশে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ (১৪ সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় মতলব উত্তর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কার্যসহকারী মো. আব্দুল কুদ্দুসকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলায় বদলীপূর্বক পদায়ন করা হয়। এই আদেশে আরও উল্লেখ আছে, উল্লেখিত কার্য সহকারী আগামী ৯ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে তাকে যোগদান করতে হবে। অন্যথায় ১০ মার্চ অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে তিনি তাৎক্ষণিকভাবে অনমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

কিন্তু মো. আব্দুল কুদ্দুস গত ৯ মার্চ তার বদলিকৃত কর্মস্থল সুনামগঞ্জ সদরে যোগদান না করে মতলব উত্তরেই থেকে যান। পরবর্তীতে ১৬ মার্চ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেই উপ-প্রকল্প পরিচালক মো. আবু নাসের বাবরের স্বাক্ষরিত আদেশে ‘দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধীন গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় গত ৩ মার্চের ৫১.০১.০০০০.০২৪.১৯.০১.২০ (অংশ-০৩) -৩৩৩০ নং স্মারক পত্রে জারিকৃত ‘অফিস আদেশ’টি নির্দেশক্রমে বাতিল করা হলো।

আব্দুল কুদ্দুসের মতলব উত্তর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের পুনর্বহাল নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। নাম না প্রকাশে একাধিক নেতা-কর্মী জানান, কুদ্দুস একজন দুর্নীতিবাজ লোক। তিনি এই অফিসে চাকরি করে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িয়ে গেছেন। কুদ্দুস ২০১৭ সালে এখানে যোগদান করেন। যোগদানের পরেই তিনি কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছেন।

তারা আরো জানান, তিনি বদলির ছয়দিনের মাথায় কীভাবে আবার বদলি আদেশ ফিরিয়ে আনেন। নিশ্চয়ই তিনি উপরের কর্মকর্তাকে ম্যানেজ করেই তার বদলী আদেশ ফিরিয়েছেন। আমরা চাই এই দুর্নীতিবাজ কুদ্দুস এখান থেকে সসম্মানে অন্য উপজেলায় বদলী হোক। তা না হলে তিনি আরো বেপরোয়া হয়ে উঠবেন।

এ বিষয়ে মতলব উত্তরের প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য সহকারী মো. আব্দুল কুদ্দুস জানান, আমার সুনামগঞ্জ সদর উপজেলায় বদলী হয়েছিল, কিন্তু আমি সেখানে যোগদান করিনি। আমি আমার মতো করে বদলি আদেশ ফিরিয়ে এনেছি। কীভাবে ফিরিয়ে এনেছি সে বিষয়ে আপনাদের সাথে বলবো না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়